মানুষের মৃত্যু হচ্ছে, আর ভক্তদেরও মৃত্যু হচ্ছে, তাহলে পার্থ্যক্যটি কোথায়?
উত্তরঃ
হ্যা, পার্থক্য আছে। একটি বিড়াল তার শাবককে তার ধারাল দাঁত দিয়ে মুখে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, আবার সেই বিড়ালটি একটি ইঁদুরকেও দাঁত দিয়ে ধরে। কিন্তু তার সেই ধরার মধ্যে পার্থক্য আছে।
বিড়াল শাবকটি পরম সুখ অনুভব করে মনে করে- "আমার মা আমাকে নিয়ে নিয়ে যাচ্ছে, সুতরাং আমার আর ভয় কি?"কিন্তু ইঁদুরটি মনে করে এখন আমাকে মরে যেতে হবে। এখন আর আমার রক্ষা নেই!
তাই যদিও ভক্তদের মৃত্যু হচ্ছে এবং মানুষের মৃত্যু হচ্ছে কিন্তু তাদের মৃত্যুর পার্থক্য রয়েছে। মনে করবেন না যে তারা উভয়ে একই ভাবে মারা যাচ্ছে। ভগবান একই ভাবে দুটি দেহকে নিয়ে যায় একজন যায় ভগবানের ধামে আর একজন যায় নরকে এই পার্থক্য। এই কলি যুগে একমাত্র সম্বল ভগবানের সেবা আর ভগবানের নাম।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রামরাম রাম হরে হরে
হরেকৃষ্ণ
Tags:
প্রশ্ন উত্তর
Nice very nice
উত্তরমুছুনjoy radhe
উত্তরমুছুন