হরি বলব আর মদনমোহন হেরব গো
এইরূপেতে ব্রজের পথে চলিব গো ।।১
যা’ব গো বজেন্দ্রপুর, হ’ব গোপীর পায়ের নূপুর।
নূপুর হয়ে রুণুঝুণু বাজিব গো ।।২
রাধাকৃষ্ণের রূপমাধূরী দেখিব দুই নয়ন ভরি,
নিকুঞ্জের দ্বারে দারি রহিব গো ।।৩
বিপিণে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা,
তাঁদের চরণের ধূলি মাখিব গো ।।৪
ব্রজবাসী তোমরা সবে, এ অভিলাষ পুরাও এবেে
আর কবে কৃষ্ণের বাঁশী শুনিব গো ।।৫
এদ দেহ অন্তিমকালে, রাখব শ্রীযমুনার জলে,
জয় রাধে গোবিস্দ ব’লে ভাসিব গো ।।৬
কহে নরোওমদাস, না পুরিল অভিলাষ,
আর কবে ব্রজে বাস করব গো ।।৭
#ekadashi24
#Ekadashi24
https://www.facebook.com/Ekadashi24/
https://ekadashi24.blogspot.com/
Tags:
ভজন কীর্ত্তন
hare krishna
উত্তরমুছুনradha krishna prana mora
উত্তরমুছুন