হরেকৃষ্ণ, নিজে একাদশী মহাব্রত পালন করুন এবং অন্যকে একাদশী মহাব্রত পালন করতে উৎসাহিত করুন। নোটিশঃএকাদশী২৪” সনাতন  ধর্মীয় বিষয়ক একটি মুক্তকোষ।এখানে সনাতন  ধর্মীয় গুরুত্বপূর্ণ সকল বিষয় সংরক্ষণ করে রাখা হয়।আপনিও আপনার চারপাশের সনাতন  ধর্মীয় যেকোন বিষয় লিখে পাঠিয়ে দিন সম্পাদক বরাবর।আপনিও হয়ে যান একাদশী২৪’ ত্রর একজন গর্বিত সংগ্রাহক।মেইলঃ ekadashi24team@gmail.com।শুভকামনা সাইটটি ভিজিট করার জন্য।

শ্রী গুরু বন্দনা

 

 শ্রী গুরু বন্দনা(১)

শ্রীগুরুচরণপদ্ম                কেবল ভকতি সদ্ম,

বন্দো মঞি সাবধান মতে। 

যাঁহার প্রসাদে ভাই,              এ ভব তরিয়া যাই,

কৃষ্ণ-প্রাপ্তি হয় যাঁহা হ’তে।।

গুরু-মুখপদ্ম-বাক্য               চিত্তেতে করিয়া ঐক্য,

আর না করিহ মনে আশা। 

শ্রীগুরু-চরণে রতি,               এই সে উত্তম-গতি,

যে প্রসাদে পুরে সর্ব আশা।।

চক্ষু-দান দিল যেই,               জন্মে জন্মে প্রভু সেই,

দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত। 

প্রেম-ভক্তি যাঁহা হৈতে,              অবিদ্যা-বিনাশ যাতে,

বেদে গায় যাঁহার চরিত।।

শ্রীগুরু করুণা-সিন্ধু,              অধম-জনার বন্ধু,

লোকনাথ লোকের জীবন।

হা হা প্রভু কর দয়া                দেহ মোরে পদছায়া,

এবে যশ ঘুষুক ত্রিভুুবন।।

শ্রীগুরু বন্দনা (২)

(২) ভব সাগর তারন কারন হে, রবি নন্দন বন্দন খন্ডনহে।
শরনাগত কিঙ্কর ভীতমনে, গুরুদেব দয়া কর দীনজনে।।
হৃদি কন্দর তামস ভাস্করহে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে।
পর ব্রহ্ম পরাৎপর বেদভনে, গুরুদেব দয়া কর দীন জনে।।
মন বারন শাসন অধুশহে, নর প্রান তরে হরি চাক্ষুষ হে।
গুন গান পরায়ন দেবগনে, গুরুদেব দয়াকর দীন জনে।।
কুল কুন্ডলিনী ঘুম ভঞ্জক হে, হৃদিগ্রন্থি বিদারন কারক হে।
মন মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়াকর দীন জনে।।
রিপু সুদন মঙ্গঁল নায়কহে, সুখ শান্তি বরাভয় দায়ক হে।
ত্রয় তাপ হরে তব নাম গুনে, গুরুদেব দয়াকর দীন জনে।।
অভিমান প্রভাব বিমদ্দর্কহে, গতিহীন জনে তুমি রক্ষক হে।
চিত্ত শঙ্কিত বঞ্চিত ভক্তিধনে, গুরুদেব দয়া কর দীন জনে।।
তব নাম সদা শুভ সাধকহে, পতিতা ধর্ম মানব পাবক হে।
মহিমা তব গোচর শুদ্ধমনে গুরুদেব দয়াকর দীন জনে।।
জয় সদ গুরু ঈশর প্রাবকহে, ভবরোগ বিকার বিনাশক হে।
মন যেন রহে তব শ্রীচরনে, গুরুদেব দয়াকর দীন জনে।।

একাদশী

হরেকৃষ্ণ♥ নিজে একাদশী মহাব্রত পালন করুন এবং অন্যকে একাদশী মহাব্রত পালন করতে উৎসাহিত করুন #ekadashi24

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. please let me know.

নবীনতর পূর্বতন

other blog

Youtube Channel Image
sriRamayanaudio Subscribe To listen Valmiki Ramayan
Subscribe