যিনি কার্তিক মাসে অপরাপর অন্য পুষ্প বাদ দিয়ে কেবলমাত্র অগস্ত পুষ্প দ্বারা শ্রী হরির অর্চনা করেন , তাঁহার অশ্বমেধযজ্ঞানুষ্ঠানের ফল লাভ হইয়া থাকে ।
শ্রী হরির অগস্ত পুষ্প এত প্রিয় যে , কার্তিক মাসে যে অগস্ত পুষ্প দ্বারা শ্রী হরির অর্চনা করেন , গগন মন্ডলে যত দিন চন্দ্র সূর্য থাকে তত কাল তিনি হরি সমীপে বাস করেন ।
অযুতসংখ্যক গো দানে যে ফল লাভ হয় কার্তিক মাসে শ্রী হরির পাদপদ্মে একটি মাত্র অগস্ত পুষ্প অর্পন করলে সেই ফল লাভ হয় ॥
পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে -
" মুনিপুষ্পৈর্যদি হরিঃ পূজিতঃকার্তিকে নরৈঃ
মুনিনামেব গতিদো জ্ঞানীনামুদ্ধর্রেতসাম ॥ "
Tags:
দামোদর মাস