হরেকৃষ্ণ, নিজে একাদশী মহাব্রত পালন করুন এবং অন্যকে একাদশী মহাব্রত পালন করতে উৎসাহিত করুন। নোটিশঃএকাদশী২৪” সনাতন  ধর্মীয় বিষয়ক একটি মুক্তকোষ।এখানে সনাতন  ধর্মীয় গুরুত্বপূর্ণ সকল বিষয় সংরক্ষণ করে রাখা হয়।আপনিও আপনার চারপাশের সনাতন  ধর্মীয় যেকোন বিষয় লিখে পাঠিয়ে দিন সম্পাদক বরাবর।আপনিও হয়ে যান একাদশী২৪’ ত্রর একজন গর্বিত সংগ্রাহক।মেইলঃ ekadashi24team@gmail.com।শুভকামনা সাইটটি ভিজিট করার জন্য।

ষােড়শােপচারে শ্রীশ্রী গুরুদেবের পূজার প্রণালী

 শ্রীগুরুদেবের চরণের প্রার্থনা।

 শ্রীগুরাে পরমানন্দ, প্রেমানন্দফলপ্রদ।

ব্ৰজানন্দ প্রদানন্দ সেবায়াং মাং নিয়ােজয়।।। 

বাংলা অনুবাদ ঃ হে গুরুদেব আপনি নিত্য প্রেমানন্দের ফল প্রদায়ক এবং পরমানন্দের বিধায়ক, কৃপা করে আমাকে বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমাআনন্দের যে সেবা সেই সেবায় নিয়ােজিত করুন।

     ষােড়শােপচারে শ্রীশ্রী গুরুদেবের পূজার প্রণালী 

১। ইদংআসন = গুরুবীজ বলে, তারপর হস্তমুদ্রা সহকারে শ্রীগুরুদেবের উপবেশনের জন্য একটি কমল আসন দিতে হয়। 

২। ইদংস্বাগতং = গুরু বীজ বলে, তারপর প্রণাম করে শ্রীগুরুদেবকে অভ্যর্থনা জানিয়ে তার স্বাচ্ছন্দ্য বিধান করতে হয়। 

৩। এতৎপাদ্যং = গুরু বীজ বলে, শ্রীগুরুদেবের শ্রীপাদপদ্ম প্রক্ষালনের জন্য জল নিবেদন করতে হয়।। 

৪। এবােহর্ঘং = গুরু বীজ বলে, শ্রীগুরুদেবের হাতে অর্ঘ্য জল দিতে হয় যাতে তিনি। তার মাথায় দিতে পারে। 

৫। ইদমাচমনীয়ং = গুরু বীজ বলে, শ্রীগুরুদেব জল পান করার জন্য আচমন জল

নিবেদন করতে হয়। 

৬। এখােমধুপক = গুরু বীজ বলে, শ্রীগুরুদেবের জন্য একপাত্র মধুপর্ক নিবেদন

করতে হয়। 

৭। ইদংপুনরাচমনীয়ং = গুরু বীজ বলে, শ্রীগুরুদেবকে আবার আচমনের জল দিতে হয়। 

৮। ইদংশনীয়ং = গুরু বীজ বলে, শ্রীগুরুদেবকে স্নান করাতে হয়। 

৯। ইদংবস্ত্রম্ = গুরু বীজ বলে, শ্রীগুরুদেবকে বস্ত্র নিবেদন করে তারপর সুন্দরভাবে

বস্ত্রপরিধান করে দিতে হয়।। 

১০। ইদংআভরনানি = গুরু বীজ বলে, চশমা, যষ্টি, শ্রীগুরুদেবের ব্যবহার্য সামগ্রী।

নিবেদন করতে হয়। 

১১। এষােগন্ধং = গুরু বীজ বলে, একটি পুষ্প দিয়ে শ্রীগুরুদেবের শ্রীচরণে চনদন।

লেপন করতে হয়। 

১২। ইদং গন্ধপুষ্পং = গুরু বীজ বলে, শ্রীগুরুদেবের শ্রীচরণে পুষ্প নিবেদন করতে হয়। 

১৩। এষােধূপ = গুরু বীজ বলে, ৩টা ধূপকাঠি নিবেদন করা বিধেয়।। 

১৪। এষােদীপ” = গুরু বীজ বলে, ১টি প্রদীপ জেলে দিয়ে শ্রীগুরুদেবকে নিবেদন।

করতে হয়।। 

১৫। ইদং নৈবেদ্যং = গুরু বীজ বলে, মহাপ্রসাদ, তাম্বুল শ্রীগুরুদেবকে নিবেদন

করতে হয়। 

১৬। প্রণাম = গুরু বীজ বলে, শ্রীগুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাতে হয়।]




একাদশী

হরেকৃষ্ণ♥ নিজে একাদশী মহাব্রত পালন করুন এবং অন্যকে একাদশী মহাব্রত পালন করতে উৎসাহিত করুন #ekadashi24

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. please let me know.

নবীনতর পূর্বতন

other blog

Youtube Channel Image
sriRamayanaudio Subscribe To listen Valmiki Ramayan
Subscribe