অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় ।
অভি মান-শনূ্য নি তাই নগরে বেড়ায় ॥
অধম পতি ত জীবের দ্বারে দ্বারে গিয়া ।।
হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া ॥
যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি ।
আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি॥
এত বলি ' নিত্যানন্দ ভূমে গড়ি যায় ।
সােনার পর্বত যেন ধূলাতে লটুায় ॥
হেন অবতারে যার রতি না জন্মি ল।
লােচন বলে সেই পাপী এল আর গেল ॥
Horibol
উত্তরমুছুন