হরেকৃষ্ণ, নিজে একাদশী মহাব্রত পালন করুন এবং অন্যকে একাদশী মহাব্রত পালন করতে উৎসাহিত করুন। নোটিশঃএকাদশী২৪” সনাতন  ধর্মীয় বিষয়ক একটি মুক্তকোষ।এখানে সনাতন  ধর্মীয় গুরুত্বপূর্ণ সকল বিষয় সংরক্ষণ করে রাখা হয়।আপনিও আপনার চারপাশের সনাতন  ধর্মীয় যেকোন বিষয় লিখে পাঠিয়ে দিন সম্পাদক বরাবর।আপনিও হয়ে যান একাদশী২৪’ ত্রর একজন গর্বিত সংগ্রাহক।মেইলঃ ekadashi24team@gmail.com।শুভকামনা সাইটটি ভিজিট করার জন্য।

ব্রহ্মান্ডের কৃষ্ণভক্তির প্রচারকঃ

🪕আজ পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর একনিষ্ঠ সেবক এবং ত্রিলোকের প্রচারক শ্রীনারদমুনির শুভ আবির্ভাব তিথি মহোৎসব। শ্রীনারদমুনির আবির্ভাব তিথিটি বৌদ্ধ বা বৈশাখী পূর্ণিমার পরবর্তী দিবসে পালন করা হয়ে থাকে। ◾ শ্রীকৃষ্ণলীলায় যিনি নারদমুনি, তিনিই গৌরলীলায় শ্রীবাস পন্ডিত। শ্রীনারদমুনি সারা ব্রহ্মান্ডে কৃষ্ণনাম কীর্তন করে পরিভ্রমণ করেন। তিনি ভগবানের শুদ্ধভক্ত। সর্বশাস্ত্রে যত ভক্ত দেখা যায় ধ্রুব-প্রহ্লাদাদি, সকলেই শ্রীনারদমুনির কৃপাপ্রাপ্ত। নারদমুনির কৃপাগুণে তাঁর শিষ্য শ্রীব্যাসদেব লিখিত শ্রীমদ্ভাগবত শাস্ত্র আমাদের মতো বদ্ধ জীবের হাতেও পৌঁছায়। তিনি ভাগবত পরম্পরার গুরুবর্গের একজন অন্যতম প্রচারক। ◾শ্রীব্রহ্মার হৃদয় থেকেই নারদমুনির আবির্ভাব হয়েছে, সেজন্য নারদমুনি হচ্ছেন শ্রীব্রহ্মার মানসপুত্র। শ্রীনারদমুনি সর্বদা কৃষ্ণলীলা দর্শন করেন এবং কৃষ্ণনামানন্দে সর্বক্ষণ উৎফুল্ল থাকেন। তিনি সর্বদুঃখ ক্লেশ আদির উর্ধ্বে বিরাজিত। তিনিই কৃপাদৃষ্টি প্রদান করে সংসারক্লিষ্ট জীবদের উদ্ধারের জন্য কৃষ্ণভক্তি প্রচার করেন। ◾শ্রীনারদমুনি ভগবানের শক্ত্যাবেশ অবতার (ভগবানের শক্তিতে আবিষ্ট) হলেও তিনি জীবতত্ত্ব। তিনি বিষ্ণুতত্ত্ব নন। পরমেশ্বর ভগবানের সমস্ত লীলাকে পরিপুষ্ট করা ও লীলাতে বৈচিত্র্য আনাই শ্রীনারদমুনির প্রধান কাজ। 👉#পরবর্তী_নারদমুনির_আবির্ভাব_তিথিঃ ১৭ই মে, ২০২২ (মঙ্গলবার)

 ────────────────────────── 

😊 

#Ekadashi24

https://www.facebook.com/Ekadashi24/

https://ekadashi24.blogspot.com/

.

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. please let me know.

নবীনতর পূর্বতন
Youtube Channel Image
sriRamayanaudio Subscribe To listen Valmiki Ramayan
Subscribe