হরেকৃষ্ণ, নিজে একাদশী মহাব্রত পালন করুন এবং অন্যকে একাদশী মহাব্রত পালন করতে উৎসাহিত করুন। নোটিশঃএকাদশী২৪” সনাতন  ধর্মীয় বিষয়ক একটি মুক্তকোষ।এখানে সনাতন  ধর্মীয় গুরুত্বপূর্ণ সকল বিষয় সংরক্ষণ করে রাখা হয়।আপনিও আপনার চারপাশের সনাতন  ধর্মীয় যেকোন বিষয় লিখে পাঠিয়ে দিন সম্পাদক বরাবর।আপনিও হয়ে যান একাদশী২৪’ ত্রর একজন গর্বিত সংগ্রাহক।মেইলঃ ekadashi24team@gmail.com।শুভকামনা সাইটটি ভিজিট করার জন্য।

গ্রহনের সময় কি কি করা উচিত না !

🌖🌒আজ ২৬ মে চন্দ্রগ্রহন!! চন্দ্র গ্রহণ শুরু হবে দুপুর ৩:৪৪ মিনিট থেকে এবং গ্রহনের সমাপ্তি হবে সন্ধ্যা ৬:৫২ মিনিটে। 🚫গ্রহনের সময় কি কি করা উচিত নাঃ ★গ্রহনের সময় (দা,বটি,ছুরি,কাঁচি,ব্লেড) ইত্যাদি ধারালো অস্ত্র স্পর্শ করা বা এগুলো দিয়ে কোনো কিছু কাটা উচিত না। ★গ্রহনের মুহুর্তে কোনো খাবার রান্না করবেন না। ★এই সময় কোনোরকম খাবার খাওয়া উচিত না, এবং যে রান্না গুলো করা থাকে তাতে ১-২ টা তুলসী পাতা দিতে হবে গ্রহনের আগে। ★এই সময় শরীরে কোনো প্রকার তেল মালিশ করা ঠিক না, সেটা ব্যাথানাশক তেল হোক বা অন্য কোনো তেল। ★গ্রহনের সময় (সোনা,রুপা,তামা,লোহা) ইত্যাদির গহনা আর সেফটিপিন শরীরে ধারণ করা নিষিদ্ধ। ★গ্রহনের সময় ঠাকুরের বিগ্রহ বা ছবি,তুলসী গাছ স্পর্শ করা যাবে না। ★এই সময় পূজা-পার্বণ সহ কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। ★গ্রহনের সময় কোনোরকম ক্ষৌর কাজ যেমন(চুল,দাড়ি,নখ কাটবেন না)। ★গ্রহনের সময় অশুভ শক্তি জাগ্রত হয় তাই কখনোই এই সময় কোনো নির্জন স্থান,বাঁশ ঝারের নিচে,জঙ্গলে বা শশানে থাকা উচিত নয়। ★এই সময় চুলে তেল দেয়া,চুল ধোয়া উচিত না। ★কোনো কাপড় গ্রহনের সময় ধোবেন না। ★গ্রহনের সময় ঘুমানো উচিত না। ✔️যে সকল কাজ করা যাবে ✔️ ১. এ সময় শ্রীমদ্ভগবদগীতা পাঠ,শ্রীমদ্ভাগবত পাঠ শাস্ত্রাদি অধ্যয়ন করুন। ✔️ ২. হরিনাম জপ করুন। ✔️ ৩. ভগবত কার্যাদি করুন। ✅গ্রহনের পর কি কি করা উচিতঃ ★গ্রহন শেষ হলে স্নান করে শুদ্ধ কাপর পরে ভগবানের পূজা করতে হবে। ★গ্রহনের সময় শেষ হলে কাউকে কোনো কিছু দান করা খুব ভালো।এতে অন্য দিনের তুলনায় দ্বিগুণ পূণ্য লাভ হয়। ★এই দিন রাধা ও কৃষ্ণ, মা লক্ষী আর শ্রী বিষ্ণুর পূজা করা উচিত। ★পূজার সময় অবশ্যই কাঁচা হলুদ,আতপ চাল,পন্ঞ্চামৃত ব্যাবহার এবং শঙ্খের জল দিয়ে ঠাকুরকে অভিষেক করা উচিত এই দিন। (সবাইকে শেয়ার করুন) ------------------------------------------------------------------------------ সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনও অসুবিধা অনুভব করতে হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় .... ঐকান্তিক ভালবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিণ্ময় আনন্দ অনুভব করবেন: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ...(১০৮ বার) হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন ... জয় শ্রীল প্রভুপাদ🙌🙌🙌 জয় শ্রীল গুরুদেব🙌🙌🙌 আপনার বিনীত সেবক সুন্দর নিত্যানন্দ দাস +৯১ ৯৫৫৭৮৭০৭৩৬ দয়া করে পোস্টটির নিজস্ব মতামত জানান, এবং আপনার নিকটতম এবং প্রিয় ব্যক্তিদের সাথে লাইক ও শেয়ার করুন যাতে তারা ও কৃষ্ণভাবনাময় হওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়... 🙏🙏🙏




#Ekadashi24

https://www.facebook.com/Ekadashi24/

https://ekadashi24.blogspot.com/

.

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. please let me know.

নবীনতর পূর্বতন
Youtube Channel Image
sriRamayanaudio Subscribe To listen Valmiki Ramayan
Subscribe