দশ বিধ নাম অপরাধঃ
১। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন তাঁদের নিন্দা করা।
২ । শিব, ব্রক্ষ্মা আদি দেবতাদের নাম ভগবাদের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা ( কখনও কখনও নাস্তিকেরা মনে করে যে, যে কোন দেবতাই পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণর সমপযায়ভুক্ত। কিন্তু যর্থার্থ ভক্ত জানেন যে, সর্বশ্রেষ্ট দেবতারাও ভগবান শ্রীবিষ্ণুর সমান অথবা তাঁর থেকে স্বতন্ত্র হতে পারেন না। তাই, কেউ যদি মনে করে যে দূর্গা, অথবা কালী উচ্চারণ করা ”হরে কৃষ্ণ মহামন্ত্র” উচ্চারণের সমান, তাহলে সেটা মস্ত বড় অপরাধ।
৩। গুরুদেবকে অবজ্ঞা করা।
৪। বৈদিক শ্রাস্ত্র বা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা।
৫।ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। ( হরিনাম মাহাত্ম্যকে অতিস্তুতি মনে করা )।
৬। ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা ।
৭। নাম বলে পাপ আচরণ করা।
৮। হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকান্ডে বর্ণিত পুন্যকর্ম বলে মনে করা।
৯। শ্রদ্ধাহীন ব্যাক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। ( ভগবানের দিব্য নাম কীর্ওনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু ভগবানের দিব্য নামের অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেউ তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী, তারা ভগবানের নামের অপ্রাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না, এবং তাই সে সম্বন্ধে তাদেঁর কিছু না বলাই ভাল )।
১০। ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তাঁর অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয়াসক্তি ( আমিষ আহার, অবৈধ সঙ্গ ) বজায় রাখা । প্রতিটি বৈষ্ণব ভক্তেরই কতর্ব্য হচ্ছে, ইপ্সিত লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া।
#ekadashi24
https://www.facebook.com/Ekadashi24/ https://ekadashi24.blogspot.com/ #দশ_বিধ_নাম_অপরাধঃ
nice
উত্তরমুছুনhare krishna
উত্তরমুছুন