(জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন)
জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন
শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন।
শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি-গোবর্ধন
কালিন্দী যমুনা জয়, জয় মহাবন।
কেশীঘাট, বংশীবট, দ্বাদশ-কানন
যাঁহা সব লীলা কৈল শ্রীনন্দনন্দন।
শ্রীনন্দ যশোদা জয়, জয় গোপগণ
শ্রীদামাদি জয়, জয় ধেনুবৎসগণ।
জয় বৃষভানু, জয় কীর্ত্তিদা সুন্দরী
জয় পৌর্ণমাসী, জয় আভীর নাগরী।
জয় জয় গোপেশ্বর বৃন্দাবন-মাঝ
জয় জয় কৃষ্ণসখা বটু দ্বিজরাজ।
জয় রাম ঘাট, জয় রোহিনী-নন্দন
জয় জয় বৃন্দাবন-বাসী যত জন।
জয় দ্বিজপত্নী, জয় নাগকন্যাগণ
ভক্তিতে যাঁহারা পাইল গোবিন্দ চরণ।
শ্রীরাসমণ্ডল জয়, জয় রাধাশ্যাম
জয় জয় রাসলীলা সর্ব মনোরম।
জয় জয়োজ্জ্বলরস সর্ব-রস-সার
পরকীয়াভাবে যাহা ব্রজেতে প্রচার।
শ্রীজাহ্নবা পাদপদ্ম করিয়া স্মরণ
দীন কৃষ্ণদাস কহে নাম সংকীর্তন।
Tags:
ভজন কীর্ত্তন