#ভক্তের_অধীন_শ্রীজগন্নাথঃ ──────────────────── একবার রথযাত্রার সময় জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারাণী তাঁদের নিজ নিজ রথে আরোহণ করে আসনে অধিষ্ঠিত হয়েছেন। রাজা এসে পথ সম্মার্জন করেছেন এবং রথ তখন চলার জন্য তৈরি। হাজার হাজার মানুষ রথের দড়ি টানতে লাগল, কিন্তু রথ নড়ল না। পরিস্থিতি দেখে একজন ব্রিটিশ সাহেব রথ টানার জন্য শক্তিশালী হাতির ব্যবস্থা করলেন। তবুও রথ অনড়। সাহেব রঘু দাসকে বললেন, “রঘু দাসজী, এ কেমন ভগবান! আমি হাতিদেরও নিয়োগ করেছি, তবুও রথ চলছে না।” একথা শুনে রঘু রথে উঠল এবং শ্রীজগন্নাথের কাছে গেল। সে জগন্নাথের কানে কিছু বলল। তৎক্ষণাৎ রথ চলতে শুরু করল। সাহেব এটি দেখে বিস্মিত হলেন। তিনি রঘু দাসকে বললেন, “তুমি অপূর্ব, তোমার প্রভুও অপূর্ব!” ভক্ত রঘু দাস যেখানেই থাকত, সেখানেই সে একপাত্র প্রসাদ বাইরে রেখে দিত যাতে যে কেউ সেখান থেকে প্রসাদ পেতে পারে। পশুপাখিরা ঐ পাত্র থেকে প্রসাদ গ্রহণ করত, ঐ একই পাত্র থেকে রঘুও প্রসাদ গ্রহণ করত। তাঁর ছিল এমনিই অপূর্ব স্বভাব। তাই রঘু ছিল শ্রীজগন্নাথের অত্যন্ত প্রিয়ভক্ত। জয় জগন্নাথ !! জয় ভক্ত রঘু…………
#Ekadashi24
https://www.facebook.com/Ekadashi24/
https://ekadashi24.blogspot.com/
hare krishna
উত্তরমুছুন