#আগামী_২৪শে_জুন_জগন্নাথদেবের_জন্মদিন !! 🎂 পুরাণের মতে, ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু পৃথিবীতে ভগবানকে দর্শন করবার জন্য একটি মহাযজ্ঞের আয়োজন করেন, সেই যজ্ঞের প্রভাবে জগন্নাথদেবের আগমন ঘটে। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। সেইজন্য এই দিনটিকে বলা হয় জগন্নাথদেবের আবির্ভাব তিথি। এই তিথিতে আবির্ভূত হয়ে ভগবান শ্রীজগন্নাথদেব স্বয়ম্ভুব মনুকে বলেন যে, উপস্থিত ভক্তগন যেন সবাই মিলে পবিত্র জলে শ্রীজগন্নাথদেবকে স্নান করান। সেজন্য এই স্নানদিবসে সুসজ্জিত স্নানবেদীতে জগন্নাথকে মহাসমারোহে স্নান করানো হয়ে থাকে। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎂🎂🎂🎂🎂
#Ekadashi24
https://www.facebook.com/Ekadashi24/
https://ekadashi24.blogspot.com/
Tags:
শ্রীজগন্নাথদেব