🌷নিম্নগানাং যথা গঙ্গা দেবানামচ্যুতো যথা।
বৈষ্ণবানাং যথা শম্ভুঃ পুরাণানামিদং তথা।।
অনুবাদঃ নদীগণের মধ্যে গঙ্গা, দেবগণের মধ্যে বিষ্ণু এবং বৈষ্ণবগণের মধ্যে শম্ভু(শিব) যেরুপ শ্রেষ্ঠ, সেইরুপ পুরাণগণের মধ্যে এই শ্রীমদ্ভাগবত শ্রেষ্ঠ হইয়া থাকে। (ভাগবত- ১২/১৩/১৬)
🌷পরম বৈষ্ণব শিব শ্রীপার্বতীকে বললেন,
“তমেব তপসা নিত্যং ভজামি স্তৌমি চিন্তয়ে।
তেনাদ্বিতীয়মহিমো জগৎপূজ্যোহস্মি পার্ব্বতি।।”
অনুবাদঃ হে পার্বতী, আমি তপস্যা দ্বারা বিষ্ণুকেই নিত্য ভজনা, স্তব এবং ধ্যান করিয়া থাকি, তাহাতেই আমি জগৎপূজ্য এবং অদ্বিতীয় মহিমান্বিত হইয়াছি। (নারদপঞ্চরাত্র- ৪/৩/৪)
🌷শ্রীপার্বতী পরম বৈষ্ণব শ্রীশিবকে বললেন,
“অহো সর্ব্বেশ্বরো বিষ্ণুঃ সর্ব্বদেবোত্তমোত্তমঃ।
ভবদাদিগুরুর্ম্মূঢ়ৈঃ সামান্য ইব লক্ষ্যতে।।”
অনুবাদঃ বিষ্ণুই সকলের ঈশ্বর ও তিনিই সর্বোৎকৃষ্ট দেবতা এবং আপনার(শিব) আদিগুরু হন। অহো! মুঢ়জনেরা সামান্য বোধ করিয়া থাকে। (নারদপঞ্চরাত্র- ৪/৩/২১০)
🌷শ্রীমহাদেব বললেন,
“অকালমৃত্যুহরণং সর্ব্বব্যাধীবিনাশনম্।
বিষ্ণোঃ পাদোদকং পুণ্যং শিরসা ধারয়াম্যহম্।।”
অনুবাদঃঅকালমৃত্যনিবারক, সকল ব্যাধিনিনাশক শ্রীবিষ্ণুর পবিত্র পাদোদক মস্তকে ধারণ করিতেছি। (নারদপঞ্চরাত্র- ৪/১১/২০)
🌷পদ্মপুরাণে শ্রীশিব সতীকে বললেন,
“রাম রামেতি রামেতি রাম রামেতি রামেতি সহস্র নামাভীষ তুল্যং রামনাম বর্ণনে।”
অনুবাদঃ আমি পবিত্র নাম রাম, রাম, রাম জপ করি এবং এই মধুর শব্দটিকে উপভোগ করি। শ্রীরামচন্দ্রের এই পবিত্র নাম শ্রীবিষ্ণুর সহস্রনামের সমান।
🌷বৈষ্ণব সকল মধ্যে শিব শ্রেষ্ঠতর।
বিষ্ণুভক্ত নারদেরে কহেন উত্তর।। (বৃহদ্ভাগবত)
অতএব, শ্রী শিবজী পরম বৈষ্ণব। তিনি নিত্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভজনা ও নাম জপ করেন।
- Home
- শ্রীমদ্ভাগবত
- _প্রথম স্কন্ধ
- _দ্বিতীয় স্কন্ধ
- _তৃতীয় স্কন্ধ
- _চতুর্থ স্কন্ধ
- _ পঞ্চম স্কন্ধ
- _ষষ্ট স্কন্ধ
- _সপ্তম স্কন্ধ
- _অষ্টম স্কন্ধ
- _নবম স্কন্ধ
- _দশম স্কন্ধ
- _একাদশ স্কন্ধ
- _দ্বাদশ স্কন্ধ
- শ্রীগীতা ও দুর্গা সপ্তশতি
- _শ্রীশ্রীমদ্ভগবদ্গীতা
- __প্রথম অধ্যায়
- __দ্বিতীয় অধ্যায়
- __তৃতীয় অধ্যৃয়
- __চতুর্থ অধ্যায়
- __পঞ্চম অধ্যায়
- __ষষ্ঠ অধ্য়ায়
- __সপ্তম অধ্যায়
- __অষ্টম অধ্যায়
- __নবম অধ্যায়
- __দশম অধ্যায়
- __একাদশ অধ্যায়
- __দ্বাদশ অধ্যায়
- __ত্রয়োদশ অধ্যায়
- __চতুর্দশ অধ্যায়
- __পঞ্চদশ অধ্যায়
- __ষোড়শ অধ্যায়
- __সপ্তদশ অধ্যায়
- __অষ্টাদশ অধ্যায়
- _শ্রীশ্রীচন্ডিপাঠ
- রামায়ণ
- _বালকাণ্ড বা আদিকাণ্ড
- _অযোধ্যাকাণ্ড
- _অরণ্যকাণ্ড
- _কিষ্কিন্ধ্যাকাণ্ড
- _সুন্দরকাণ্ড
- _লঙ্কাকাণ্ড
- _উত্তরকাণ্ড
- _রামচরিতমানস
- মহাভারত
- _আদিপর্ব
- _সভাপর্ব
- _অরণ্যপর্ব
- _বিরাটপর্ব
- _উদ্যোগপর্ব
- _ভীষ্মপর্ব
- _দ্রোণপর্ব
- _কর্ণপর্ব
- _শল্যপর্ব
- _সৌপ্তিকপর্ব
- _স্ত্রীপর্ব
- _মৌসলপর্ব
- _আশ্রমবাসিকপর্ব
- _মহাপ্রস্থানপর্ব
- _স্বর্গারোহনপর্ব
- অষ্টকম
- কবচ স্তোত্র
- বেদ
- _ঋগ্বেদ সংহিতা
- _সামবেদ সংহিতা
- _যজুর্বেদ সংহিতা
- _অথর্ববেদ সংহিতা
- একাদশী মাহাত্ম্য
- _সফলা একাদশী
- _পুএদা একাদশী
- _ ষটতিলা একাদশী
- _ ভৈমি একাদশী
- _ বিজয়া একাদশী
- _আমলকীব্রত একাদশী
- _পাপমোচনী একাদশী
- _ কামদা একাদশী
- _ বরুথিনী একাদশী
- _ মোহিনী একাদশী
- _ অপরা একাদশী
- _পান্ডবা নির্জলা
- _যোগিনী একাদশী
- _কামিক একাদশী
- _ শয়ণ একাদশী
- _পবিত্রারোপণ একাদশী
- _ অন্নদা একাদশী
- _ ইন্দিরা একাদশী
- _ পাশাংঙ্কুশা একাদশী
- _রমা একাদশী
- _উত্থান একাদশী
- _ উৎপন্না একাদশী
- _মোক্ষদা একাদশী
- পুরাণ
- উপনিষদ
- কীর্ত্তন গান
- _মঙ্গল আরতি
- _সন্ধ্যা আরতি
- _ভোগ আরতি
- _দামোদর অষ্টকম
- _গোপিগীত
- _পুরুষোত্তম অষ্টকম
- _জগন্নাথঅষ্টকম