কর্মফল হতে মুক্ত হবার উপায় কি?
১৭) নারদ উবাচঃ
"হে ধ্রুব! তুমি যদি মনে কর যে, তোমার আত্মসম্মানের হানি হয়েছে, তা হলেও তোমার অসন্তোষের কোন কারণ নেই। এই প্রকার অসন্তোষ মায়ারই আরেকটি লক্ষণ; প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে নিয়ন্ত্রিত হয় এবং তাই সুখ এবং দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার জীবন রয়েছে।
" তাৎপর্যঃ আর তাঁর চিন্তাধারা যদি এতই বিকশিত হয়ে থাকে যে, তিনি মান এবং অপমান সম্বন্ধে বুঝতে পারেন, তাহলে সেই জ্ঞান তাঁর নিজের জীবনে প্রয়োগ করা উচিত; তাঁর বোঝা উচিত যে, মান এবং অপমান উভয়েই পূর্বকৃত কর্ম অনুসারে নির্ধারিত হয়; অতএব কোন অবস্থাতেই দুঃখিত বা প্রসন্ন হওয়া উচিত নয়। "ব্রহ্মভূত প্রসন্ন আত্মা।" গীতা-১৮/৫৪। ১৮)
নারদ মুনি ধ্রুব মহারাজকে বললেন,"পরমেশ্বর ভগবানের গতিবিধি অত্যন্ত বিচিত্র। বুদ্ধিমান মানুষের কর্তব্য সেই পন্থা অবলম্বন করে অনুকূল বা প্রতিকূলতার বিচার না করে, সবকিছুই ভগবানের ইচ্ছা বলে মনে করে সন্তুষ্ট থাকা।" শ্রীমদ্ভাগবতঃ ৪/৮/২৯। ১৯) নারদ মুনি বললেন, "
জীবনের যেকোনো অবস্থাতেই তা দুঃখদায়ক হোক অথবা সুখদায়ক হোক, পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা প্রদত্ত বলে জেনে সন্তুষ্ট থাকা উচিত। এইভাবে যে ব্যক্তি সহিষ্ণু হয়, সে অনায়াসে অজ্ঞানতার অন্ধকার অতিক্রম করতে সক্ষম হয়।" ভাগবত-৪/৮/৩৩।
তাৎপর্যঃ পাপ অথবা পুণ্যকর্ম জনিত সুখ-দুঃখের প্রতি আসক্ত না হয়ে, আমরা যদি অজ্ঞানের বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে যে অবস্থাতেই থাকি না কেন, তা ভগবানের ইচ্ছা বলে স্বীকার করে নিতে হবে। এভাবে আমরা যদি পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করি, তাহলে আমরা এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারব।🌼🌻🌺🌺🌼🙏🙏🙏🙏🙏
Tags:
প্রশ্ন উত্তর
জিনদেগি যব তব রহেগি
উত্তরমুছুনফুরসত না হগি কামসে।
কুছ সময় এয়সা নিকাল
প্রেম করলো শ্রীকৃষ্ণ সে।