_*" সোনার মালা (হার) পরলে চোর ঠিক নজর রাখে, তার জন্য গলাও কাটা পড়তে পারে।"*_
_*আর, তুলসীর মালা পরলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নজর রাখে, ফলে সমস্ত বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং নরকে গমনের ভয় চিরদিনের জন্য চলে যায়, বৈকুণ্ঠ প্রাপ্তি সহজ লভ্য হয়ে যায়।"*_
_*সুতরাং যারা তুলসীর মালা বাদ দিয়ে সোনার হার বেশি পছন্দ করেন, সোনার অলঙ্কারে নশ্বর দেহকে সুন্দর করে সজ্জিত করেন, তারা একটু সাবধান হন!! এই জগতে চোর ও গলা কাটার ভয়, আর ঐ জগতে নরকে গিয়ে যমদূতের গলা কাটার ভয়! আর যারা সোনার হারও পরেন না, আবার তুলসী মালাও পরেন না, তারাও আলমারীতে কিন্তু বেশ ভালো করেই ঐ চোরের অভীষ্ট দ্রব্যগুলো সংরক্ষিত করে রাখেন, কিন্তু গৃহে পরম সম্পদ গোবিন্দের সেবা হয় না! তারাও একবার চিন্তা করবেন, অনিত্য সম্পদ আঁকড়ে ধরে নরকে যাবেন, নাকি তুলসীর মালা ধারণ করে গোবিন্দ সেবা করে নিত্যলোকে গমনের পথ সুগম করবেন। বিচার স্বয়ং করুন