ভক্তিজীবনে বিঘ্ন ঘটার কারণ :-
১) কারো প্রতি উদ্বেগের কারণ হওয়া
২) কারো দোষ বিচার করা
৩) অনুমোদিত শাস্ত্র সিদ্ধান্ত,আদেশ-নির্দেশ অবহেলা করা
৪) ভক্তির অনুকুলে বিধি-নিষেধ পালনে অবজ্ঞা করা
৫) ভগবদ্ সেবাকে অবজ্ঞা করা
৬) নামের প্রতি অপরাধ করা (১০ প্রকার অপরাধ)
৭) ধামের প্রতি অপরাধ করা (১০ প্রকার অপরাধ)
৮) বাহ্যিক ভাবে ভক্তের ভক্তির স্তর বিচার করা (উপদেশামৃত/ শ্লোকনং- ৬)
৯) ইন্দ্রিয়ের অসংযমতা
১০) জড় বিষয়ে অত্যন্ত আসক্ত হওয়া
১১) ভগবদ্ভক্তের শ্রীচরণে অপরাধ করা
কটাক্ষ করা
সমালোচনা করা
শ্রদ্ধানা করা
ঘৃণা করা
১২) গুরুদেবের শ্রীপাদপদ্মে গুরুতর অপরাধ করা
গুরুদেবের আদেশ পালন না করা
গুরুদেবকে মনুষ্য শরীরে বিচার করা
গুরুদেবকে প্রণাম না করা
গুরুদেবের নিন্দা করা
গুরুদেবের সমালোচনা করা
গুরুদেবেরবউপর গুরুগিরি করা
গুরুদেবকে আদেশ-উপদেশ দেওয়া
গুরুদেবের সম্পদ ভোগ করা
গুরুদেবকে পরিত্যাগ করা
~ ভক্তিবিনোদ ঠাকুর রচিত শ্রী চৈতন্য শিক্ষামৃত।
(হরিবোল)