হরেকৃষ্ণ, নিজে একাদশী মহাব্রত পালন করুন এবং অন্যকে একাদশী মহাব্রত পালন করতে উৎসাহিত করুন। নোটিশঃএকাদশী২৪” সনাতন  ধর্মীয় বিষয়ক একটি মুক্তকোষ।এখানে সনাতন  ধর্মীয় গুরুত্বপূর্ণ সকল বিষয় সংরক্ষণ করে রাখা হয়।আপনিও আপনার চারপাশের সনাতন  ধর্মীয় যেকোন বিষয় লিখে পাঠিয়ে দিন সম্পাদক বরাবর।আপনিও হয়ে যান একাদশী২৪’ ত্রর একজন গর্বিত সংগ্রাহক।মেইলঃ ekadashi24team@gmail.com।শুভকামনা সাইটটি ভিজিট করার জন্য।

প্রধান অষ্টদল পদ্মে অষ্টপ্রধান সখী

প্রধান অষ্টদল পদ্মে অষ্টপ্রধান সখী

১। উত্তরে--শ্রীললিতাদেবী-- গােরচনা বর্ণ, ময়ূর-পুচ্ছা বসন, মূল সেবা, খন্ডিতাভাব, সহস্রদল পদ্মাকৃতি বিদ্যুত্বর্ণ ললিতানন্দন কুঞ্জ, পিতা-বিশােক, মাতাশারদী, পতি-ভৈরব গােপ, গ্রাম-করেলা, শ্রাবণ শুক্লা একাদশীতে জন্ম, বয়স-১৪-৩১২ দিন। তার যুথের প্রধানা শ্রীঅনঙ্গ মঞ্জরী। 

২। ঈশানকোণে--শ্রীবিশাখাদেবী-- বিদ্যুত্বর্ণ, তারাবলী বস্ত্র, স্বাধীন ভর্তৃকা ভাব, মেঘবর্ণ বিশাখানন্দন কুঞ্জ, কপূরাদি চন্দন সেবা, শ্রীরাধারানীর জন্মদিনে তার জন্ম, মুখরার ভগ্নীপুত্র, পিতা-পারল, জটিলার ভগ্নীর কন্যা, মাতা-দক্ষিণা, পতিবাহিক, গ্রাম-কামাই, ভাদ্র শুক্লাষ্টমীতে জন্ম, বয়স-১৪-২-১৫ দিন। তার যুথের। প্রধানা শ্ৰীসম্পূর্ণা মঞ্জরী। ৩। পূৰ্ব্বে--শ্ৰীচিত্রাদেবী-- কাশ্মীর বর্ণ, কাঁচবর্ণ বস্ত্র, বস্ত্রালঙ্কার সেবা, (লবঙ্গমালা) দিবাভিসারিকা ভাব, কিঞ্জল্কবর্ণ, চিত্রানদ কুঞ্জ, (বৃষভানু রাজার পিতৃব্য পুত্র) পিতা-চতুর, মাতা-চাৰ্ব্বিকা, পতি-পিঠর, গ্রাম-

চিশুলী, আশ্বিন শুক্লা। তৃতীয়াতে জন্ম, বয়স-১৪-২-১২ দিন। তার যুথের প্রধান লবঙ্গ মঞ্জরী। 

৪। অগ্নিকোণে--শ্রীইন্দুরেখাদেবী-- হরিতাল বর্ণ, দাড়িম্ব পুষ্প বর্ণ বস্ত্র, নৃত্য সেবা, প্রেষিত ভর্তৃকা ভাব, স্বর্ণবর্ণ ইন্দুরেখানন্দদ কুঞ্জ, পিতা-সাগর, মাতা-বেলা, পতি-দুৰ্বল, গ্রাম আজনক, ভাদ্র শুক্লা পঞ্চমীতে জন্ম, বয়স-১৪-২-১২ দিন । তার যুথের প্রাধানা শ্রীবিলাস মঞ্জরী ।।

৫। দক্ষিণে--শ্রীচম্পকলতাদেবী-- চম্পক পুষ্পবর্ণ, চাষ পক্ষীবর্ণ বস্ত্র, (রত্রমালা) চামর সেবা, বাসক-সজ্জা ভাব, তপ্তহেমবর্ণ, চম্পকলতানন্দন কুঞ্জ, পিতা-আরাম, মাতা-বাটিকা, পতি-চন্ডাক্ষ, গ্রাম-সােনেরা, ভাদ্র শুক্লা সপ্তমীতে জন্ম, বয়স-১৪-২-১৪ দিন। তার যুথের প্রধানা শ্রীমঙুলালী মঞ্জরী। 

৬। নৈঋতকোণে--শ্রীরঙ্গদেবী-- পদ্মকিঞ্জল্বর্ণ, জবাপুষ্প বর্ণ বস্ত্র, যাবক (অলক্তক)সেবা, মতান্তরে চন্দন সেবা, উৎকণ্ঠিতা ভাব, শ্যামবর্ণ “রঙ্গদেবী। সুকদকুঞ্জ” পিতা-রঙ্গ সার, মাতা-করুণা, পতি-বক্রেক্ষণ (ললিতার পতি ভৈরবের কনিষ্ঠ ভ্রাতা) গ্রাম-ভজেরা, ভাদ্র শুক্লা তৃতীয়াতে জন্ম, বয়স-১৪-২-৮ দিন। তার যুথের প্রধানা শ্রীরসমঞ্জরী। 

৭। পশ্চিমে--শ্রীতুঙ্গবিদ্যাদেবী-- চন্দন কুঙ্কুম বর্ণ, পান্ডু-বর্ণ বস্ত্র, গীতবাদ্য, মতান্তরে নৃত্য সেবা, বিপ্রলব্ধা ভাব, অরুণ বর্ণ তুঙ্গবিদ্যানন্দন কুঞ্জ, পিতা-পুষ্কর,। মাতা-মেধা, পতি-বালিশ, গ্রাম-ডাভারাে, ভাদ্র শুক্লা প্রতিপদে জন্ম, বয়স-১৪-২-১০ দিন। তার যুথের প্রধানা শ্রীগুণদাম মঞ্জুরী।। 

৮। বায়ুকোণে--শ্রীদেবী-- সুবর্ণ রঙ্গদেবীর যমজ ভগ্নী, পদ্মকিঞ্জল্ক বর্ণ, জবাপুষ্প বস্ত্র, জলসেবা, কলহান্তরিতা ভাব, হরিত্বর্ণ “সুদেবী সুখদকুঞ্জ”, পিতারঙ্গসার, মাতা-করুণা, পতি-রক্তেক্ষণ (বক্রেক্ষণের কনিষ্ঠ ভ্রাতা) গ্রাম-ভাজেরা, জন্ম-ভাদ্র শুক্লা তৃতীয়াতে, বয়স-১৪-২-৮ দিন। তার যুথের প্রধান শ্রীকস্তুরী মঞ্জরী।।


 প্রধান অষ্টদল পদ্মে অষ্টপ্রধান সখী 


একাদশী

হরেকৃষ্ণ♥ নিজে একাদশী মহাব্রত পালন করুন এবং অন্যকে একাদশী মহাব্রত পালন করতে উৎসাহিত করুন #ekadashi24

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. please let me know.

নবীনতর পূর্বতন

other blog

Youtube Channel Image
sriRamayanaudio Subscribe To listen Valmiki Ramayan
Subscribe