প্রধান অষ্টদল পদ্মে অষ্টপ্রধান সখী
১। উত্তরে--শ্রীললিতাদেবী-- গােরচনা বর্ণ, ময়ূর-পুচ্ছা বসন, মূল সেবা, খন্ডিতাভাব, সহস্রদল পদ্মাকৃতি বিদ্যুত্বর্ণ ললিতানন্দন কুঞ্জ, পিতা-বিশােক, মাতাশারদী, পতি-ভৈরব গােপ, গ্রাম-করেলা, শ্রাবণ শুক্লা একাদশীতে জন্ম, বয়স-১৪-৩১২ দিন। তার যুথের প্রধানা শ্রীঅনঙ্গ মঞ্জরী।
২। ঈশানকোণে--শ্রীবিশাখাদেবী-- বিদ্যুত্বর্ণ, তারাবলী বস্ত্র, স্বাধীন ভর্তৃকা ভাব, মেঘবর্ণ বিশাখানন্দন কুঞ্জ, কপূরাদি চন্দন সেবা, শ্রীরাধারানীর জন্মদিনে তার জন্ম, মুখরার ভগ্নীপুত্র, পিতা-পারল, জটিলার ভগ্নীর কন্যা, মাতা-দক্ষিণা, পতিবাহিক, গ্রাম-কামাই, ভাদ্র শুক্লাষ্টমীতে জন্ম, বয়স-১৪-২-১৫ দিন। তার যুথের। প্রধানা শ্ৰীসম্পূর্ণা মঞ্জরী। ৩। পূৰ্ব্বে--শ্ৰীচিত্রাদেবী-- কাশ্মীর বর্ণ, কাঁচবর্ণ বস্ত্র, বস্ত্রালঙ্কার সেবা, (লবঙ্গমালা) দিবাভিসারিকা ভাব, কিঞ্জল্কবর্ণ, চিত্রানদ কুঞ্জ, (বৃষভানু রাজার পিতৃব্য পুত্র) পিতা-চতুর, মাতা-চাৰ্ব্বিকা, পতি-পিঠর, গ্রাম-
চিশুলী, আশ্বিন শুক্লা। তৃতীয়াতে জন্ম, বয়স-১৪-২-১২ দিন। তার যুথের প্রধান লবঙ্গ মঞ্জরী।
৪। অগ্নিকোণে--শ্রীইন্দুরেখাদেবী-- হরিতাল বর্ণ, দাড়িম্ব পুষ্প বর্ণ বস্ত্র, নৃত্য সেবা, প্রেষিত ভর্তৃকা ভাব, স্বর্ণবর্ণ ইন্দুরেখানন্দদ কুঞ্জ, পিতা-সাগর, মাতা-বেলা, পতি-দুৰ্বল, গ্রাম আজনক, ভাদ্র শুক্লা পঞ্চমীতে জন্ম, বয়স-১৪-২-১২ দিন । তার যুথের প্রাধানা শ্রীবিলাস মঞ্জরী ।।
৫। দক্ষিণে--শ্রীচম্পকলতাদেবী-- চম্পক পুষ্পবর্ণ, চাষ পক্ষীবর্ণ বস্ত্র, (রত্রমালা) চামর সেবা, বাসক-সজ্জা ভাব, তপ্তহেমবর্ণ, চম্পকলতানন্দন কুঞ্জ, পিতা-আরাম, মাতা-বাটিকা, পতি-চন্ডাক্ষ, গ্রাম-সােনেরা, ভাদ্র শুক্লা সপ্তমীতে জন্ম, বয়স-১৪-২-১৪ দিন। তার যুথের প্রধানা শ্রীমঙুলালী মঞ্জরী।
৬। নৈঋতকোণে--শ্রীরঙ্গদেবী-- পদ্মকিঞ্জল্বর্ণ, জবাপুষ্প বর্ণ বস্ত্র, যাবক (অলক্তক)সেবা, মতান্তরে চন্দন সেবা, উৎকণ্ঠিতা ভাব, শ্যামবর্ণ “রঙ্গদেবী। সুকদকুঞ্জ” পিতা-রঙ্গ সার, মাতা-করুণা, পতি-বক্রেক্ষণ (ললিতার পতি ভৈরবের কনিষ্ঠ ভ্রাতা) গ্রাম-ভজেরা, ভাদ্র শুক্লা তৃতীয়াতে জন্ম, বয়স-১৪-২-৮ দিন। তার যুথের প্রধানা শ্রীরসমঞ্জরী।
৭। পশ্চিমে--শ্রীতুঙ্গবিদ্যাদেবী-- চন্দন কুঙ্কুম বর্ণ, পান্ডু-বর্ণ বস্ত্র, গীতবাদ্য, মতান্তরে নৃত্য সেবা, বিপ্রলব্ধা ভাব, অরুণ বর্ণ তুঙ্গবিদ্যানন্দন কুঞ্জ, পিতা-পুষ্কর,। মাতা-মেধা, পতি-বালিশ, গ্রাম-ডাভারাে, ভাদ্র শুক্লা প্রতিপদে জন্ম, বয়স-১৪-২-১০ দিন। তার যুথের প্রধানা শ্রীগুণদাম মঞ্জুরী।।
৮। বায়ুকোণে--শ্রীদেবী-- সুবর্ণ রঙ্গদেবীর যমজ ভগ্নী, পদ্মকিঞ্জল্ক বর্ণ, জবাপুষ্প বস্ত্র, জলসেবা, কলহান্তরিতা ভাব, হরিত্বর্ণ “সুদেবী সুখদকুঞ্জ”, পিতারঙ্গসার, মাতা-করুণা, পতি-রক্তেক্ষণ (বক্রেক্ষণের কনিষ্ঠ ভ্রাতা) গ্রাম-ভাজেরা, জন্ম-ভাদ্র শুক্লা তৃতীয়াতে, বয়স-১৪-২-৮ দিন। তার যুথের প্রধান শ্রীকস্তুরী মঞ্জরী।।
প্রধান অষ্টদল পদ্মে অষ্টপ্রধান সখী |