হরেকৃষ্ণ, নিজে একাদশী মহাব্রত পালন করুন এবং অন্যকে একাদশী মহাব্রত পালন করতে উৎসাহিত করুন। নোটিশঃএকাদশী২৪” সনাতন  ধর্মীয় বিষয়ক একটি মুক্তকোষ।এখানে সনাতন  ধর্মীয় গুরুত্বপূর্ণ সকল বিষয় সংরক্ষণ করে রাখা হয়।আপনিও আপনার চারপাশের সনাতন  ধর্মীয় যেকোন বিষয় লিখে পাঠিয়ে দিন সম্পাদক বরাবর।আপনিও হয়ে যান একাদশী২৪’ ত্রর একজন গর্বিত সংগ্রাহক।মেইলঃ ekadashi24team@gmail.com।শুভকামনা সাইটটি ভিজিট করার জন্য।

শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম ekadashi24 ekadashi 24 sri saraswati sotonam Saraswati puja saraswatipuja



শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম

সর্বোত্তম নাম তার দেবী সরস্বতী।১
দেবগণ কৃত নাম হয় যে ভারতীয়।। ২
বেদকত্রী হয়ে দেবী হন বেদমাতা।৩ 
গীৰ্ব্বাণী নামে তিনি জগৎ বিখ্যাত 4
 বাগদেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি।৫ 
শ্বেতাম্বরধরা নাম শ্বেত বস্ত্র পরি ।।
বাক্যের স্বরূপ বলে বাণী নাম তার।৭
করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার॥৮ 
পদ্মাসনা নাম হল পদ্ম পরী বসি।৯
 মুক্তি প্রদায়িনী বলে মােক্ষদা প্রবাসী ।।১০'
শ্বেতবীণা করে তাই শ্বেতবীণাধরা।১১ 
শ্বেতপদ্ম ধরি হন শ্বেতপদ্মকরা।১২
জগত তারণ হেতু জগদ্ধাত্রী নাম।১৩ 
ক্ষেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম।১৪ 
অক্ষসূত্র করে তাই অক্ষসূত্রকরা।১৫ 
শুভঙ্করী নামে দেবী পালেন এ ধারা ১৬ 
কোন বিদ্যা নাহি হয় কৃপা বিনা তাঁর।
বিদ্যা-অধিষ্ঠাত্রী নামটি তাহার ১৭ 
পাপনাশ করি হন দূরিত-নাশিনী।১৮ 
গন্ধৰ্ব্বেরা পূজে তারে বলি বীণাপাণি ১৯ 
সনকাদি ঋষিগণে বলে সনাতনী।২০
ক্লেশ নাশ করি দেবী ক্লেশ-বিনাশিনী।৫১
সুদক্ষ মন্ত্রণা দানে নাম যে মন্ত্রী॥৫২
আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী।৫৩
বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী॥৫৪
মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী।৫৫
জয়দা নামেতে দেবী বিজয়দায়িনী।৫৬
বসুমতি রূপে তিনি পৃথিবীরূপিণী।৫৭
শ্মশানে তিনিই দেবী শ্মশানবাসিনী ৫৮

পার্বতী তিনিই দেবী তিনি শ্বেতবর্ণা।৫৯
বারাণসী-ধামে তিনি দেবী-অন্নপূর্ণা॥৬০
গুহ্যবিদ্যা খ্যাত তার বিদ্যার মাঝারে।৬১
পাৰ্ব্বর্তী তাহার নাম নগেন্দ্র-মন্দিরে।৬২
 ক্ষমাণ্ডণে বিভূষিতা তাই ক্ষমাবতী।৬৩
পাতালে নাগিনী নামে তাহার বসতি।৬৪
 দশভূজা নামে তিনি শ্রীদুর্গারমণী।৬৫
অষ্টাদশভূজা রূপে দুঃখ বিনাশিনী॥৬৬
গঙ্গা নামে জল রূপে বসতি ধরায়।৬৭
স্বর্গ ধাম মন্দাকিনী তাহাকেই কয় ৬৮
ভােগবতী নাম তার পাতাল-ভুবনে।৬৯
সতী নাম হয় তার মহেশ-ভবনে।৭০
অচিন্তা তাহার নাম চিন্তা বিনাশিয়া।৭১
সুমতি তাহার নাম বুদ্ধি ভিতরিয়া॥৭২
 পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া।৭৩
পীনােন্নতত্তনী স্তন উন্নত বলিয়া॥৭৪
করেতে লেখনি ধরি লেখনি-ধারিণী।৭৫
হাসিমুখ সদা তাই নাম স্মেরাননী॥৭৬
মহামায়া নামে তিনি মায়ার আধার।৭৭
গজেন্দ্র গমনা তাই ধীর গতি তার।৭৮
মধুর বচন তাই মধুর ভাষিণী।৭৯
নারায়ণ বামে তিনি হন নারায়ণী॥৮০
চন্ড মুন্ড বধে দেবী চামুণ্ডারূপিণী।৮১
প্রচণ্ডা রূপেতে তিনি দানব-ঘাতিনী ৮২
মেঘের বরণে নব নীল ঘনশ্যামা।৮৩
নীল সরস্বতী রূপে তিনি যে মা উমা॥৮৪
জীবের দুর্গতি নাশি দুর্গতি-হারিণী।৮৫
কামরূপ তিনি হন কামাক্ষ্যা বাসিনী॥৮৬
ময়ূর-বাহন তিনি সাজেন কৌমারী।৮৭
মুক্তকেশী নাম তার কেশ মুক্ত করে॥৮৮
অট্টহাসি বলে তারে হেরি উচ্চ হাস৷৮৯
পূণ্যশ্লোকা নামে তিনি জগতে প্রকাশ॥৯০
সুন্দর নিয়ম তার তাইত সুনীতি।৯১ 
কৈবল্যদায়িনী নাম দিয়ে মুক্তি ৯২
 পরম ঈশ্বরী তিনি বিদিত ভুবনে।৯৩
গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত-ভবনে ৯৪
 বামদেবী নাম তার জানে সর্বজন।৯৫
তরুণী নামেতে পূজে যত ভক্ত জন ৯৬
ক্ষোভকরি ক্ষোভহরি তিনি সরস্বতী।৯৭
ঐশ্বর্যশালী তাই নাম ভূতিমতী ৯৮
মন্দ মন্দ হাসি তাই নাম মন্দ হাসা।৯৯
 সত্যবতী নাম তার তিনি সৰ্বভাষা ১০০
সিংহ হারি চড়ি দেবী শ্রীসিংহবাহিনী।১০১
 থাকিয়া কমলবনে কমলবাসিনী॥১০২
 তারাগণ মধ্যে তাঁর নাম অরুন্ধতী।১০৩
শবাসনা নামে তার সর্বোপরি স্থিতি ১০৪
গৌরী নামে বিভাষিত সৰ্ব্বত্র বিভূতি।১০৫
শিবকে করিয়া দূত নাম শিবদূতী।১০৬
সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী।১০৭
মােক্ষদাত্রী নামে তিনি জগত-ঈশ্বরী॥১০৮
অষ্টোত্তর শতনাম হল সমাপন।
মন দিয়া কর সবে মাহাত্ম্য শ্রবণ।।
 ভক্তিভাবে যেইজন করিবে শ্রবণ।
অথবা পড়িবে যেই হয়ে এক মন।।
 হইবে সকল সিদ্ধি করগত তার।
কিছু না থাকিবে লােকে অসাধ্য তাহার ।।
বিশেষতঃ পর্বদিনে করিলে পঠন।
চতুর্ব্ব্গ ফল তার হইবে সাধন।
শুক্লপক্ষ পঞ্চমীতে যেই মহাজন।
অষ্টোত্তর শতনাম করিবে গঠন।।
 ধন-জন বিদ্যা-বুদ্ধি তাহার আগারে।
পরিপূর্ণ থাকিবেক সরস্বতী-বই।

সমাপ্ত।
একাদশী

হরেকৃষ্ণ♥ নিজে একাদশী মহাব্রত পালন করুন এবং অন্যকে একাদশী মহাব্রত পালন করতে উৎসাহিত করুন #ekadashi24

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. please let me know.

নবীনতর পূর্বতন

other blog

Youtube Channel Image
sriRamayanaudio Subscribe To listen Valmiki Ramayan
Subscribe