করাগ্রে বসতে লক্ষ্মী
করমধ্যে সরস্বতী
করমূলে তু গোবিন্দ
প্রভাতে করদর্শনম
*Karaagre Vasathe Lakshmee
Kara Madhye Saraswathii
Kara Moolethu Govindaha
Prabhaathe Kara Darshanam*
অর্থ:করের অগ্রভাগে ঐশ্বর্যের দেবী শ্রীলক্ষ্মী বাস করেন, করমধ্যে জ্ঞানের দেবী সরস্বতী বাস করেন এবং করমূলে গোবিন্দ পবিত্র চিন্তা রূপে বাস করেন। প্রভাতে এইরূপ চিন্তা করে আমি আমার কর দর্শন করি। প্রভাতে ঘুম থেকে উঠে আমরা হাতের চেটোর দিকে তাকাই এবং সেখানে তিনটি দৈবীশক্তির অবস্থান কল্পনা করে তাঁদের নিকট প্রার্থনা করি। এই প্রার্থনায় একই সময়ে চিন্তা, বাক্য ও কর্মের সমতা রক্ষা করি।
Tags:
মন্ত্র