শ্রীশ্রীগৌরকিশোরের মঙ্গল-আরতি কীর্ত্তন
মঙ্গল আরতি গৌরকিশোর।
মঙ্গল নিত্যানন্দ যোড়হি যোড়।।
মঙ্গল শ্রীঅদ্বৈত ভকতহিঁ সঙ্গে।
মঙ্গল গাওত প্রেম-তরঙ্গে।।
মঙ্গল বাজত খোল করতাল।
মঙ্গল হরিদাস নাচত ভাল।।
মঙ্গল ধূপ-দীপ লইয়া স্বরূপ।
মঙ্গল আরতি করে অপরূপ।।
মঙ্গল গদাধর হেরি পহুঁ হাস।
মঙ্গল গাওত দীন কৃষ্ণদাস।।
শ্রীশ্রীযুগলকিশোরের মঙ্গল-আরতি কীর্ত্তন
মঙ্গল আরতি যুগলকিশোর।
জয় জয় করতহি সখীগণ ভোর।।
রতন-প্রদীপ করে টলমল থোর।
নিরখত মুখবিধু শ্যাম সুগোর।।
ললিতা বিশাখা সখী প্রেমে আগোর।
করত নিরমঞ্ছন দোঁহে দুহুঁ ভোর।।
বৃন্দাবন কুঞ্জহি ভুবন উজোর।
মুরতি মনোহর যুগলকিশোর।।
গাওত শুক-পিক নাচত ময়ূর।
চাঁদ উপেখি মুখ নিরখে চকোর।।
বাজত বিবিধ বাদ্যযন্ত্র ঘন ঘোর।
শ্যামানন্দ আনন্দে বাজায় জয় তোর।।
#ekadashi24