🍂প্র: গুরুজী, আপনি বলেছেন যোগে বৈরাগ্য এবং অভ্যাস দ্বারা সাফল্য অর্জন করা যায়। আমি অভ্যাস করে চলেছি, কিন্তু আমি বিবাহিত এবং আমার বৈরাগ্য আসেনি। আমি কি করে যোগে উন্নতি করব? 👑গুরুজী : না! তোমার নিজ দায়িত্ব পূরণ করা ও বৈরাগ্য। তোমার সমস্ত দায়িত্বের প্রতি মণ দাও। তোমার যা করা দরকার তা সম্পূর্ণ কর এবং বিশ্রাম নাও। যা তোমার ত্যাগ করা প্রয়োজন, ত্যাগ কর এবং বিশ্রাম কর - এটিই বৈরাগ্য। তোমার গৃহত্যাগ করে অন্য কোথাও ছোটার কোন প্রয়োজন নেই। তুমি তোমার পারিবারিক দায়িত্ব পালন করতে করতে যোগের পথে চলতে পার। নিজের বাড়িতে থেকেই তুমি পরম সত্য লাভ করতে পার - এতে কোন সমস্যা নেই। 🙏জয় গুরুদেব🙏
#Ekadashi24
https://www.facebook.com/Ekadashi24/
https://ekadashi24.blogspot.com/
Tags:
প্রশ্ন উত্তর